আপনার জিজ্ঞাসা
শুকরিয়ার নামাজের সিজদায় কোন দোয়া পড়তে হয়?
নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ৩০৮১তম পর্বে আমজাদ হোসেন জানতে চেয়েছেন, শুকরিয়ার নামাজের সিজদায় কোন দোয়া পড়তে হয়? অনুলিখন করেছেন সাইফ আহমেদ।
প্রশ্ন : শুকরিয়ার নামাজের সিজদায় কোন দোয়া পড়তে হয়?
উত্তর : ধন্যবাদ আপনাকে। শুকুরানার নামাজের সিজদায় আপনি যে কোনো করতে পারেন। এটা জায়েজ রয়েছে। এটা নিয়ে সমস্যা নেই। আপনি সিজদার তাজবিহ পড়তে পারেন। কিংবা এই ব্যাপারে রাসুল (সা.) এর অনেক দোয়া আছে সেগুলো জানা থাকলে পড়বেন। অথবা জেনে নেওয়ার চেষ্টা করবেন। এটা নিয়ে বাধ্যবাধকতা নেই।