আপনার জিজ্ঞাসা
যাদের বিয়ে হয়নি তাদের কি সুন্নাহ লঙ্ঘন হবে?
নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ৩০৮২তম পর্বে আয়শা খাতুন জানতে চেয়েছেন, যাদের বিয়ে হয়নি তাদের কি সুন্নাহ লঙ্ঘন হবে? অনুলিখন করেছেন সাইফ আহমেদ।
প্রশ্ন : শুনেছি একটি হাদিসে আছে—বিয়ে আমার সুন্নাত, যে আমার সুন্নাত থেকে বিমুখ থাকবে সে আমার দলভুক্ত নয়। আমার প্রশ্ন হলো, যাদের বিয়ে হয়নি তাদের কি সুন্নাহ লঙ্ঘন হবে?
উত্তর : ধন্যবাদ আপনাকে। রাসুল (সা.) এর একটি হাদিস আপনি উল্লেখ করেছেন। যা অনুসারে—বিয়ে আমার সুন্নাহ, যে ব্যক্তি এর থেকে মুখ ফিরিয়ে নিল বা অস্বীকার করল সে আমার দলভুক্ত হতে পারবে না। আপনার বুঝায় এখানে ভুল হয়েছে। এখানে সুন্নাত বলতে জীবন পদ্ধতিকে বুঝানো হয়েছে। এখানে যে ব্যক্তি বিয়ে অস্বীকার করে মানে বিধান হিসেবে না মানে তখন তিনি রাসুল (সা.) এর দলভুক্ত হবে না। আজকে যারা বিয়ের বিধানকে না মেনে লিভটুগেদারে বিশ্বাসী তাদের বুঝানো হয়েছে। আপনার বুঝার ভুল হয়েছে। কিন্তু কেউ ব্যক্তিগত কোনো সমস্যার কারণে বিয়ে করতে পারেননি তাদের বুঝানো হয়নি। আগে হাদিস বুঝতে হবে ও উপলব্ধি করতে হবে। এটা হলো রাসুল (সা.) সুন্নাহ থেকে মুখ ফিরিয়ে নেওয়া।