আপনার জিজ্ঞাসা
আসর সালাত মিস গেলে মাগরিবের সঙ্গে পড়া যাবে কি?
নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ৩০৯২তম পর্বে জাফর মোহাম্মদ জানতে চেয়েছেন, আসর মিস গেলে মাগরিবের সঙ্গে পড়া যাবে কি? অনুলিখন করেছেন সাইফ আহমেদ।
প্রশ্ন : আসর মিস গেলে মাগরিবের সঙ্গে পড়া যাবে কি? এ ক্ষেত্রে মাগরিবের নামাজের আগে পড়ব নাকি পরে পড়ব?
উত্তর : ধন্যবাদ আপনাকে। প্রথম কথা হচ্ছে আসর নামাজ পড়তে না পারার কারণ কী? আ্পনি যদি গাড়িতে থাকেন সেখানেই পড়ে ফেলবেন। যেখানে থাকবেন সেখানেই পড়ে ফেলার চেষ্টা করবেন। নামাজ না পড়ার তো কারণ নেই। এটা জানতে হবে। তবুও যদি কোনো কারণে পড়তে পারেননি তাহলে আপনি যখনই সুযোগ পাবেন তখনই পড়ে নেবেন। এ ক্ষেত্রে প্রথমে আসরের সালাত পড়বেন। এরপর মাগরিবের সালাত আদায় করবেন।