আপনার জিজ্ঞাসা
মানুষের কবরেই কি কোনো ফয়সালা হয়ে যায়?
নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ৩০৯৪তম পর্বে আনোয়ার হোসেন জানতে চেয়েছেন,
অনুলিখন করেছেন রেখা আক্তার।
প্রশ্ন : মানুষের কবরেই কি কোনো ফয়সালা হয়ে যায়? কবরেই জান্নাত-জাহান্নামের ফয়সালা হয় কেয়ামত আর হাশর নাকি শুধু প্রদর্শনী। আমি এমনটা শুনেছি। এটা কতটুকু সত্য?
উত্তর : ধন্যবাদ আপনাকে। আপনি জেনেছেন যে, কবরেই মানুষের জান্নাত-জাহান্নামের ফয়সালা হয়ে যায়, কেয়ামত-হাশর প্রদর্শনী। আপনি যার কাছে এই কথা শুনেছেন তার এই কথা পুরোপুরি ভিত্তিহীন। এই কথার কোনো ভিত্তিই নেই। যেহেতু আল্লাহ কোরআনে স্পষ্ট করে মৃত্যুর পরের প্রতিটি অবস্থার কথা বলেছেন সেখানে প্রদর্শনী বলার তো প্রশ্নই আসে না। এখানে এমন শব্দ কীভাবে কেউ ব্যবহার করেন আমার জানা নেই। কারণ, সব তো কোরআনে লিখাই আছে স্পষ্ট তাহলে কেয়ামত-হাশরকে কীভাবে প্রদর্শনীয় বলা যায়। নাউজিবিল্লাহ। আপনি যা জেনেছেন এটা সঠিক নয়। সঠিক হাদিস জানুন শুনুন। আল্লাহ তালা মৃত্যুর পরবর্তী জীবনের সবকিছুই বলে দিয়েছেন পবিত্র কোরআনে।