আপনার জিজ্ঞাসা
মসজিদের মাইকে মৃত ব্যক্তির ঘোষণা দেওয়া কি ঠিক?
নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ৩০৯৪তম পর্বে আনোয়ার হোসেন জানতে চেয়েছেন, মসজিদের মাইকে মৃত ব্যক্তির ঘোষণা দেওয়া কি ঠিক? অনুলিখন করেছেন মোহাম্মদ সাইফ আহমেদ।
প্রশ্ন : মসজিদের মাইকে মৃত ব্যক্তির ঘোষণা দেওয়া কি ঠিক?
উত্তর : ধন্যবাদ আপনাকে। মসজিদের মাইক দিয়ে মসজিদের ভেতর থেকে মৃত ব্যক্তির নাম ঘোষণা দেওয়া জায়েজ কি না জানতে চেয়েছেন! না, এমন ঘোষণা দেওয়া জায়েজ নয়। মৃত ব্যক্তির মৃত্যুর সংবাদ ব্যাপকভাবে প্রচার করার ব্যাপারে ইসলামে নিষেধ করা হয়েছে। রাসুল (সা.) এটি নিষেধ করেছেন। যা সহীহ হাদিস ধারা প্রমাণিত। রাসুল (সা.) মসজিদে ব্যক্তিগত বিষয়গুলো ঘোষণা দিতে নিষেধ করেছেন। একজন মারা গেলে তার ব্যক্তিগত খবর মসজিদের মাইকে জানানোর দরকার নেই। এসব খবর একজনের মাধ্যমে আরেকজনকে দিতে হবে। এভাবে ব্যাপকভাবে প্রচার করার উৎসাহ ইসলামে দেয় না। এখন বিষয়টি খুব প্রচলিত হলেও এটা ঠিক নয়।