আপনার জিজ্ঞাসা
রাসুল (সা.) কি কখনও আল্লাহকে স্বপ্নে দেখেছেন?
নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ৩০৯৭তম পর্বে তন্ময় জানতে চেয়েছেন, রাসুল (সা.) কি কখনও আল্লাহকে স্বপ্নে দেখেছেন অনুলিখন করেছেন মোহাম্মদ সাইফ আহমেদ।
প্রশ্ন : রাসুল (সা.) কি কখনও আল্লাহকে স্বপ্নে দেখেছেন?
উত্তর : ধন্যবাদ আপনাকে। স্বপ্নে আল্লাহকে দেখা যেতে পারে। রাসুল (সা.) এর হাদিস দ্বারা এটি সাব্যস্ত হয়েছে। এক হাদিস অনুসারী জানা যায়, রাসুল (সা.) আল্লাহকে স্বপ্নে দেখেছেন। কিন্তু স্বপ্নে দেখার ধরন কি হতে পারে সেটা আল্লাহ ছাড়া আর কেউ জানেন না। আবার যে কোনো ব্যক্তি আল্লাহকে স্বপ্নে দেখেছেন এমন দাবি করার সুযোগও নেই। কারণ, এইগুলো অদৃশ্য জ্ঞানের বিষয়। আল্লাহই এসব ভালো জানেন। তবে সালাফদের কাছ থেকে এটা জানা যায়নি যে, তারা আল্লাহকে স্বপ্নকে দেখেছেন। এখন কারা স্বপ্নে দেখবেন এটা একমাত্র আল্লাহই বলতে পারেন। অনেক ভক্ত হয়তো দাবি করতে পারেন তারা স্বপ্নে আল্লাহকে দেখেছেন। এখন এর সত্যতা তো জানা সম্ভব নয়। তবে রাসুল (সা.) আল্লাহকে স্বপ্নে দেখেছেন।