আপনার জিজ্ঞাসা
ব্যবহার করা স্বর্ণের জাকাত দেওয়া নিয়ে ইসলাম কী বলে?
নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ৩০৩৬তম পর্বে টেলিফোনের মাধ্যমে শাহাদাত হোসেন জানতে চেয়েছেন, ব্যবহার করা স্বর্ণের জাকাত দেওয়া নিয়ে ইসলাম কী বলে? অনুলিখন করেছেন মোহাম্মদ সাইফ আহমেদ।
প্রশ্ন : ব্যবহার করা স্বর্ণের জাকাত দেওয়া নিয়ে ইসলাম কী বলে?
উত্তর : ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। এই বিষয়টি নিয়ে আলেমদের মধ্যে দ্বিমত আছে। এ ব্যাপারে একদল আলেম বলেছেন, ব্যবহৃত স্বর্ণের ওপর জাকাত দিতে হবে। আরেকদল আলেম বলেছেন, জাকাত দিতে হবে না। তবে, আমরা অগ্রাধিকার দিয়েছি যে—ব্যবহৃত স্বর্ণের জাকাত দিতে হবে না। কারণ, রাসুল (সা.) সময়কালে বা এর পরবর্তী সময়ে ব্যবহৃত স্বর্ণের ওপর কোনো জাকাত ছিল না। তাই আমরা মনে করি, ব্যবহৃত স্বর্ণের ক্ষেত্রে জাকাত হবে না। এ ছাড়া যারা বলেছেন, জাকাত দিতে হবে তাদের বক্তব্যটি দুর্বল। তাই জাকাত দিতে হবে না এটাই স্পষ্ট কথা।