আপনার জিজ্ঞাসা
দাদি-নানিদের দাদিমা বলে কি ডাকা যাবে?
নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ৩১০৫তম পর্বে একজন জানতে চেয়েছেন, দাদি-নানিদের দাদিমা বলে কি ডাকা যাব? অনুলিখন করেছেন মোহাম্মদ সাইফ আহমেদ।
প্রশ্ন : দাদি-নানিদের দাদিমা বলে কি ডাকা যাব?
উত্তর : ধন্যবাদ আপনার প্রশ্নটির জন্য। দাদি বা নানিকে দাদিমা বা নানিমা বলে ডাকতে পারবেন। এতে কোনো সমস্যা নেই। যেহেতু তারা মায়ের মা কিংবা বাবার মা তাই অবশ্যই তারা সম্মানের। তাই দাদিমা ডাকতে কোনো বাধা নেই। শুধু তাই নয়, খালাদেরও মা ডাকা যায়। এটা নিয়ে কোনো সন্দেহ নেই।