আপনার জিজ্ঞাসা
আসরের সঙ্গে সফরের জমা থাকা জোহর পুরো পড়তে হবে কি?
নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ৩১০৯তম পর্বে ই-মেইলের মাধ্যমে একজন জানতে চেয়েছেন, আসরের সঙ্গে সফরের জমা থাকা জোহর পুরো পড়তে হবে কি? অনুলিখন করেছেন রেখা আক্তার।
প্রশ্ন : আসরের সঙ্গে সফরের জমা থাকা জোহর পুরো পড়তে হবে কি?
উত্তর : ধন্যবাদ আপনাকে প্রশ্নের জন্য। দূরে কোথাও যদি আপনি সফরে যান তাহলে এখানে জমা নিয়ে অনেক লম্বা কথা রয়েছে। এক্ষেত্রে আপনি সফরে থাকাকালীনই জমা করবেন। বাসায় এসে জমা করবেন কেন? আপনি বাইরে থাকলে সেটা কসর হবে। এটা শুধু সফর থাকাকালীন। কিন্তু বাসায় আসলে আপনি আর মুসাফির নন। তখন আপনার জমা করার সুযোগ নেই। কসর করারও সুযোগ নেই। তখন আপনি মুকিম। আপনি কসর করলে সফরেই আদায় করতেন। আপনি সেটা না করে বাড়িতে নিয়ে এলেন। এটা তো বিলম্ব করলেন। এটা তো ভুল করলেন। এটা বুঝতে হবে।