আপনার জিজ্ঞাসা
জামাতে কাঁধে কাঁধ লাগানো কি বাধ্যতামূলক?
নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন বিশিষ্ট আলেম ড. মোহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ৩১১১তম পর্বে ই-মেইলের মাধ্যমে ঢাকা থেকে একজন জানতে চেয়েছেন, জামাতে কাঁধে কাঁধ লাগানো কি বাধ্যতামূলক? অনুলিখন করেছেন রেখা আক্তার।
প্রশ্ন : জামাতে কাঁধে কাঁধ লাগানো কি বাধ্যতামূলক?
উত্তর : ধন্যবাদ আপনাকে। আলেমদের মধ্যে এই মাসআলা নিয়ে দুটি মত রয়েছে। একদল আলেম বলেছেন এটি ওয়াজিব। যেহেতু রাসুল (সা.) এর পক্ষ থেকে নির্দেশ এসেছে, মানে তিনি সালাতের আগে উপদেশ দিতেন যে-তোমরা একে অন্যের সাথে মিশে দাঁড়াও। আবার আরেকটি রেওয়াতে বলেছেন, শয়তানের জন্য কোনো ফাঁকা রাখবে না। এই বিষয়ে রাসুল (সা.) এর ১৭টি রেওয়াত আছে। যার মধ্যে একটিতেও বলা নেই তোমাদের কাঁধে কাঁধ মেলানোর দরকার নেই। তার থেকে বুঝা যায়, এটি কতটা গুরুত্বপূর্ণ। আরেকদল আলেম বলেছেন, রাসুল (সা.) এটি নির্দেশ নয়, এটি উপদেশ। তাই এটাকে সুন্নাহ বলেছেন। তবে,স্পষ্ট কথা হলো রাসুল (সা.) কে অনুসরণ করাই আমাদের জন্য গুরুত্বপূর্ণ।