আপনার জিজ্ঞাসা
এক ভাগ কোরবানির সঙ্গে এক ভাগ আকিকা দেওয়া যাবে?
নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ৩১১৪তম পর্বে ই-মেইলের মাধ্যমে একজন জানতে চেয়েছেন, এক ভাগ কোরবানির সঙ্গে এক ভাগ আকিকা দেওয়া যাবে? অনুলিখন করেছেন সাইফ আহমেদ।
প্রশ্ন : এক ভাগ কোরবানির সঙ্গে এক ভাগ আকিকা দেওয়া যাবে?
উত্তর : ধন্যবাদ আপনাকে প্রশ্নের জন্য। নাহ এভাবে দেওয়া যাবে না। কোরবানির মধ্যে আপনি অংশীদার হতে পারবেন। এটার নিয়ম আছে। যাতে করে সবাই কোরবানি দিতে পারে। কিন্তু আকিকার জন্য এটি দরকার নেই। যার সামর্থ্য আছে তিনি আকিকা দেবেন। আকিকা হলো একটি জানের বিপরীতে আরেকটি জান আল্লাহর পথে দেওয়া। তাই এটি ভাগে দেওয়া যায় না। কোরবানি ও আকিকা দুটি আলাদা জিনিস। আর জন্মের সপ্তম দিনে আকিকা দেওয়া হয়ে থাকে। আবার কোরবানিরও আলাদা সময়। মানে সব দিক থেকে আকিকা ও কোরবানি একদম আলাদা। যদিও কিছু আলেম এটি নিয়ে দ্বিমত দিয়েছেন। তবে, স্পষ্ট হলো দুটি আলদা জিনিস, এক সাথে দেওয়া যাবে না।