আপনার জিজ্ঞাসা
পাথরের আংটির উছিলায় বিপদমুক্ত হওয়া যায়—কথাটি কি সঠিক?
নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ৩১১৫তম পর্বে তন্ময় জানতে চেয়েছেন, পাথরের আংটির উছিলায় বিপদমুক্ত হওয়া যায়—কথাটি কি সঠিক? অনুলিখন করেছেন মোহাম্মদ সাইফ আহমেদ।
প্রশ্ন : একজন মাওলানা বলেছেন, আল্লাহর রহমতে পাথরের আংটির উছিলায় বিপদমুক্ত হওয়া যায়। কথাটি কি সঠিক?
উত্তর : ধন্যবাদ আপনাকে। একজন মাওলানা বলেছেন, আল্লাহর রহমতে পাথরের আংটির উছিলায় বিপদমুক্ত হওয়া যায়। এই বক্তব্য সম্পূর্ণ শিরক। যে আপনাকে বলেছেন, তিনি আপনাকে শিরকের দিকে অনুপ্রাণিত করেছেন। শুধু আংটি নয়, এরচেয়ে হাজারও গুণ দামি হলে বিপদমুক্তির পথ মিলবে না। বিপদমুক্ত করার একমাত্র মালিক আল্লাহ। আল্লাহ যাকে বিপদমুক্ত করার করবেন। এটা পুরোপুরি আল্লাহর ইচ্ছা। এসব ধারণা আনাও শিরক। এসব পাথরের আংটির কথা একেবারে মিথ্যা। এটা হয়তো ওই মাওলানার একটা ব্যবসা হতে পারে। এইগুলো সম্পূর্ণ ভূয়া কথা। শিরক কথা।