আপনার জিজ্ঞাসা
ছেলে-মেয়েদের সালাতে কোনো পরিবর্তন নেই—কথাটি সঠিক?
নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ৩০৮৫তম পর্বে আয়শা খাতুন জানতে চেয়েছেন,ছেলে-মেয়েদের সালাতে কোনো পরিবর্তন নেই—কথাটি সঠিক? অনুলিখন করেছেন রেখা আক্তার।
প্রশ্ন : ছেলে-মেয়েদের সালাতে কোনো পরিবর্তন নেই—কথাটি সঠিক?
উত্তর : ধন্যবাদ আপনাকে। এই কথাটি অবশ্যই ঠিক আছে। ছেলে ও মেয়েদের নামাজের মধ্যে কোনো পার্থক্য হাদিস দ্বারা প্রমাণিত হয়নি। রাসুল (সা.) এর কিছু পরামর্শ ছাড়া বাকি সব এক। রুকুর ক্ষেত্রে, সিজদার ক্ষেত্রে সবক্ষেত্রেই এক। যে সমস্ত আলেমরা এর মধ্যে পার্থক্য এনেছেন সেটা সঠিক নয়। বিশুদ্ধ বক্তব্য হলো কোনো ছেলে ও মেয়েদের সালাতে কোনো পার্থক্য নেই।