আপনার জিজ্ঞাসা
সালাত চলাকালে রাকাত ভুলে গেলে কী করব?
নামাজ, রোজা, জাকাত, হজ, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মোহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার বিশেষ আয়োজনের ৩০৩৫ম পর্বে টেলিফোনের মাধ্যমে একজন জানতে চেয়েছেন, নামাজে ভুলে গেলে কী করা উচিত? অনুলিখন করেছেন রেখা আক্তার।
প্রশ্ন : সালাত চলাকালে রাকাত ভুলে গেলে কী করব?
উত্তর : ধন্যবাদ আপনাকে। নামাজরত অবস্থায় কারও যদি এমন হয় যে—তিনি তিন রাকাত পড়েছেন নাকি দুই রাকাত পড়েছেন! তখন তিনি ধরে নেবেন দুই রাকাত পড়েছেন। এরপর বাকি রাকাত পড়বেন। আবার কেরাতের মধ্যে যদি তার এই সন্দেহ হয়ে থাকে তাহলে ধরে নেবেন তিনি কেরাত পড়েননি। তাহলে তিনি কেরাত পড়ে দেবেন। এটা একটি বিশাল মাসআলা। এটা নিয়ে বিস্তারিত জানতে হবে। মন থেকে ওয়াসাওসা দূর করতে হবে। কেউ এই রোগে আক্রান্ত হলে তার উচিত সকল প্রকাল ওয়াসাওসাকে দূর করবেন। তাই এই বিষয়টি ওয়াসাওসার রোগিদের জন্য নয়। এটা নিয়ে বিস্তারিত জেনে নেওয়ার চেষ্টা করবেন।