আপনার জিজ্ঞাসা
স্বামীর মৃত্যুর পরপর চাকরিতে যোগদান করা যাবে কি?
নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ৩০৮৫তম পর্বে আয়শা খাতুন জানতে চেয়েছেন, স্বামী মৃত্যুর পরপর চাকরিতে জয়েন করা যাবে কি? অনুলিখন করেছেন রেখা আক্তার।
প্রশ্ন : স্বামীর মৃত্যুর পরপর চাকরিতে জয়েন করা যাবে কি? আমার পরিচিত এক নারী কিছুদিন আগে স্বামী হারান। আমরা জানি, কোনো নারীর স্বামী মারা গেলে তার ৪ মাস ১০ দিন শোক পালন করতে হয়। এখন তার কী করা উচিত?
উত্তর : ধন্যবাদ আপনাকে। যদি তার জন্য চাকরি করাটা যদি বাধ্যতামূলক হয় মানে তার ইনকামের কোনো সোর্স নেই বা উপায় নেই তখন তিনি চাকরিতে জয়েন করতে পারবেন। ইসলাম আমাদের সহজ করে দিয়েছে সব। তিনি যাবেন অফিস করে আবার বাসায় চলে আসবেন। অন্য কোথাও যাবেন না। শুধু দায়িত্ব পালন করবেন। আর কোথাও না গেলেই হবে।