আপনার জিজ্ঞাসা
নারীরা কি দ্বীনের দাওয়া দিতে পারবেন?
নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ৩১২২তম পর্বে আয়শা খাতুন জানতে চেয়েছেন, মহিলারা কি দ্বীনের দাওয়া দিতে পারবেন? অনুলিখন করেছেন রেখা আক্তার।
প্রশ্ন : নারীরা কি দ্বীনের দাওয়া দিতে পারবেন? তালিমও কি দিতে পারবেন?
উত্তর : নারীরা দ্বীনের দাওয়াত দিতে পারবেন। এটি জায়েজ আছে। তালিম দেওয়াও জায়েজ আছে। তবে, দাওয়াত ও তালিম দেওয়ার আগে নিজের যোগ্যতা থাকতে হবে। আগে নিজের যোগ্যতা থাকতে হবে তারপর দাওয়াত।
যদি কেউ না জেনে দাওয়াত দিতে যান, তাহলে জাহান্নামি হবেন। তাই অবশ্যই দাওয়াত দেওয়ার আগে নিজেদের ভালো করে জানতে হবে।
ইসলাম আন্দাজের ওপর হয় না। তাই আন্দাজ করে কোনো তালিম বা ফতোয়া এসব দেওয়া যাবে না। অবশ্যই বুঝেশুনে জেনে করতে হবে।