আপনার জিজ্ঞাসা
তওবা কবুল হওয়ার সঠিক নিয়ম কী?
নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ৩১৩৪তম পর্বে একজন জানতে চেয়েছেন, তওবা কবুল হওয়ার সঠিক নিয়ম কী? অনুলিখন করেছেন রেখা আক্তার।
প্রশ্ন : তওবা কবুল হওয়ার সঠিক নিয়ম কী? তওবা কবুল হয়েছে কীভাবে বুঝব?
উত্তর : ধন্যবাদ আপনাকে। আপনি জানতে চেয়েছেন তওবা করার সঠিক পদ্ধতি কী! এর জন্য বলব, আপনি যদি কোনো ভুল করে ফেলেন বা কোনো ভুল কাজ হয়ে তখন সঙ্গে সঙ্গেই বিষয়টি নিয়ে আপনি অনুতপ্ত হবেন। আল্লাহর কাছে নিজেকে একেবারেই সপে দেবেন। অন্তরে অপরাধবোধ জাগ্রত করবেন। যতবেশি অপরাধবোধ জাগ্রত হবে ততবেশি সে ব্যক্তি তওবার ক্ষেত্রে শক্তিশালী হবেন। যখন তিনি তওবা করবেন তখন তিনি এটাও প্রতিজ্ঞা করবেন যে, যে ভুল কাজ তিনি করেছেন সেটাতে আর কখনও ফিরে যাবেন না। এটা অবশ্যই সবচেয়ে গুরুত্বপূর্ণ। শুধু মুখে তওবা করলে হবে না অবশ্যই তাকে ওই ভুল কাজ থেকে পরিপূর্ণভাবে ফিরে আসবেন। এরপর হলো, যখন তিনি মনে তওবা করবেন তখন তিনি মুখেও তা বলবেন। আল্লাহর কাছে প্রত্যাবর্তন করবেন সেটা অবশ্যই মুখে স্বীকার করতে হবে। সুতরাং আপনি যে তওবা করবেন সেটা আপনাকে উপলব্ধি করতে হবে। এটাই তওবার মূল নিয়ম।