আপনার জিজ্ঞাসা
বিভিন্ন দেশে সময় আলাদা তাহলে যথাসময়ে কেয়ামত হবার লক্ষণ কী?
নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ৩১৩৬তম পর্বে একজন জানতে চেয়েছেন, বিভিন্ন দেশে সময় আলাদা তাহলে যথাসময়ে কেয়ামত হবার লক্ষণ কী? অনুলিখন করেছেন রেখা আক্তার।
প্রশ্ন : বিভিন্ন দেশে সময় আলাদা তাহলে যথাসময়ে কেয়ামত হবার লক্ষণ কী?
উত্তর : ধন্যবাদ আপনাকে। কেয়ামতের আগে দিবসগুলো পরিবর্তন হয়ে যাবে। দিনগুলোতে বিভিন্ন পরিবর্তন আসবে। জানা যায়, কোনো কোনো দিন বছরের সমান হয়ে যাবে, আবার কোনো কোনো দিন মাসের সমান হয়ে যাবে। সূর্য পূর্ব নয়, পশ্চিম দিক থেকে উঠবে। এটাই তো বড় পরিবর্তন। তখন গোটা পৃথিবীতে নানা পরিবর্তন হবে। এটা হলো মূল কথা। বাকিটা আল্লাহই ভালো জানেন। এত বিশাল সৃষ্টি নিয়ে আমাদের এত জ্ঞান নেই। তবে সেদিন কীভাবে কেয়ামত হবে সেটা আল্লাহই ভালো জানেন।