আপনার জিজ্ঞাসা
বিয়েতে কনেকে কবুল বলানোর নিয়ম আছে কী?
নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ৩০৮০তম পর্বে একজন জানতে চেয়েছেন, বিয়েতে কনেকে কবুল বলানোর নিয়ম আছে কী? অনুলিখন করেছেন মোহাম্মদ সাইফ আহমেদ।
প্রশ্ন : বিয়েতে কনেকে কবুল বলানোর নিয়ম আছে কী? কারণ আমাদের দেশে কাজীসহ একদল মানুষ গিয়ে কবুল আদায় করিয়ে নেন। যাতে পর্দার বিধানও লঙ্গন হয়।
উত্তর : মেয়ের কাছ থেকে কবুল আদায়ের কোনো হুকুম নেই। কবুল হচ্ছে শুধুমাত্র স্বামীর ক্ষেত্রে। স্বামী বিয়ের প্রস্তাবটি কবুল করে নেবেন বা গ্রহণ করবেন। মেয়ের অবিভাবক সেই প্রস্তাব দেবে। অবিভাবক মেয়ের কাছ থেকে আগেই অভিমত নিবে এরপর মেয়ের অনুমতি সাপেক্ষে ছেলেকে প্রস্তাব দিবেন। তখন ছেলে কবুল বলবেন। কিন্তু কাজী সাহেব একদল লোক নিয়ে বেপর্দায় মেয়েকে সামনে রেখে তিনবার কবুল আদায় করানোর বিষয়টি বেদআত। এভাবে মেয়েকে বিব্রত করাটা বেদআত। যার কোনো ভিত্তি নেই। যারা করছে তারা হয়তো না জেনেই করছেন। বিষয়টি বুঝতে হবে কোথায় সমস্যা! নাহলে এসব সমস্যার সমাধান হবে না। তবে বিয়েটা একদল লোকের উপস্থিতিতে হওয়াটা সুন্নাহ।