আপনার জিজ্ঞাসা
ডিভাইসে কোরআন পড়ার জন্য অজু বাধ্যতামূলক নয়—কথাটি সঠিক?
নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ৩১৩৭তম পর্বে এমএ তাহের জানতে চেয়েছেন, ডিভাইসে কোরআন পড়ার জন্য অজু বাধ্যতামূলক নয়—কথাটি সঠিক? অনুলিখন করেছেন মোহাম্মদ সাইফ আহমেদ।প্রশ্ন : ডিভাইসে কোরআন পড়ার জন্য অজু বাধ্যতামূলক নয়—কথাটি সঠিক?
উত্তর : ধন্যবাদ আপনাকে। হুম এ ক্ষেত্রে অজু করা বাধ্যতামূলক। আপনার কোরআন শরিফ পড়তে অজু করাটা সুন্নাহ। এটা ওয়াজিব নয়। আপনার বুঝতে হবে কোনটা সুন্নাহ আর কোনটা ওয়াজিব। অজু করা উত্তম। এ ছাড়া কোরআনের বাইরে মোবাইল বা কম্পিউটারের মাধ্যমে কোরআন তেলওয়াত করতে অজু বাধ্যতামূলক নয়। এটা পৃথিবীর কোনো আলেম বলেননি যে—ডিভাইস দিয়ে তেলওয়াত করতে অজু করতে হবে। এখানে অজু করতে হবে না। তবে হ্যাঁ এখানে আদবের ব্যাপার আছে। সেই আদব চিন্তা করলে অজু করাটা উত্তম। তবে, বাধ্যতামূলক নয়।