আপনার জিজ্ঞাসা
আজানের মতো কি একামতেরও জবাব দিতে হবে?
নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ৩১৪১তম পর্বে ফারহান মাহমুদ জানতে চেয়েছেন, আজানের মতো কি একামতেরও জবাব দিতে হবে? অনুলিখন করেছেন রেখা আক্তার।
প্রশ্ন : আজানের মতো কি একামতেরও জবাব দিতে হবে?
উত্তর : ধন্যবাদ আপনাকে। খুব ভালো একটি প্রশ্ন করেছেন। এই উত্তরে বলব, আজান ও একামত একই বিষয়। যেটা আজান সেটাই একামত। প্রথমে এটি একটিই দেওয়া হতো। তবে, রাসুল (সা.) পরবর্তীতে একামতের আগে আরেকটি আজান বৃদ্ধি করেছেন। যখন সালাতের ওয়াক্ত হয় তখন মানুষকে সতর্ক ও মনে করানোর জন্য আরেকটি আজান বৃদ্ধি করা হয়। সেটা একামত। হুকুমের দিক থেকে এটা আজানই। তাই এখানেও জবাব দিতে হবে। এটা নিয়ে কোনো সন্দেহ নেই। কিছু আলেমরা দ্বিমত করলেও এটিই বিশুদ্ধ। জবাব দিতে হবে।