আপনার জিজ্ঞাসা
জান্নাতে মানুষের বয়স কত হবে?
নামাজ, রোজা, জাকাত, হজ, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মোহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ৩০৭১তম পর্বে টেলিফোনের মাধ্যমে একজন জানতে চেয়েছেন, জান্নাতে মানুষের বয়স কত হবে? অনুলিখন করেছেন মোহাম্মদ সাইফ আহমেদ।
প্রশ্ন : জান্নাতে মানুষের বয়স কত হবে?
উত্তর : ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আপনি জান্নাতিদের বয়স নিয়ে জানতে চেয়েছেন। এ ব্যাপারে আসলে অনেক বক্তব্য এসেছে। তবে একাদিক হাদিসে যেটা এসেছে সেটা হলো—জান্নাতিদের বয়স হতে পারে ৩৩। সুতরাং এটাকেই সঠিক বলে ধরে নেওয়া হয়েছে।