আপনার জিজ্ঞাসা
সূরা বাকারা পড়লে কি ১০ দিন শয়তান ঘরে প্রবেশ করতে পারে না?
নামাজ, রোজা, জাকাত, হজ, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মোহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার রমজানের বিশেষ আয়োজনের ২৭তম পর্বে টেলিফোনের মাধ্যমে ঢাকা থেকে একজন জানতে চেয়েছেন, স্ত্রীকে নিয়ে ঘুরতে যাওয়ার ব্যাপারে ইসলাম কী বলে? অনুলিখন করেছেন মোহাম্মদ সাইফ আহমেদ।
আপনার জিজ্ঞাসার ৩১১৩তম পর্বে ই-মেইলের মাধ্যমে ঢাকা থেকে একজন জানতে চেয়েছেন, বাকারা পড়লে কি ১০ দিন শয়তান ঘরে প্রবেশ করতে পারে না? অনুলিখন করেছেন সাইফ আহমেদ।
প্রশ্ন : বাকারা পড়লে কি ১০ দিন শয়তান ঘরে প্রবেশ করতে পারে না?
উত্তর : ধন্যবাদ আপনাকে। এই ধরনের কোনো বক্তব্য কোরআন, হাদিসের কোথাও আসেনি। সুরা বাকারা পড়লে সাত দিন বা ১০ দিন অথবা কোনো নির্দিষ্ট দিন শয়তান আসবে না—এমন কোনো কথা আসেনি। তবে, সুরা বাকারা পড়লে উপকার আছে। যে জায়গায় সুরা বাকারা পড়া হয় সেই জায়গায় জ্বিন বা শয়তানের অনিষ্ট থেকে রক্ষা পাওয়া যায়। কিন্তু, এর কোনো নির্দিষ্ট দিন বা সময়সীমা নেই। এ নিয়ে কোনো সন্দেহ নেই।