আপনার জিজ্ঞাসা
মসজিদের মাইকে আজানের মাঝামাঝি বিদ্যুৎ চলে গেলে কী করণীয়?
নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ৩১৩৩তম পর্বে এমএ তাহের জানতে চেয়েছেন, মসজিদের মাইকে আজানের মাঝামাঝি বিদ্যুৎ চলে গেলে কী করণীয়? অনুলিখন করেছেন মোহাম্মদ সাইফ আহমেদ।
প্রশ্ন : মসজিদের মাইকে আজানের মাঝামাঝি বিদ্যুৎ চলে গেলে কী করণীয়? তখন কি ব্যাটারি কানেক্ট দিয়ে পুনরায় আজান দেবে নাকি যেখান থেকে শেষ হবে সেখান থেকে দেবে?
উত্তর : ধন্যবাদ আপনাকে। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন। মসজিদের মাইকে আজান চলাকালীন সময়ে বিদ্যুৎ চলে গেলেও আপনার আজান চলমান রাখবেন। যতটুকু মাইকে হয়েছে সেটা তো হয়েছেই বাকি যে টুকু আছে সেটুকু শেষ করবেন মোয়োজ্জেন। আবার নতুন করে আজান দিতে হবে না। যারা শুরু থেকে আজান শুনেছেন তারা তাদের মতো উত্তর দিবেন। তারা আজানের বাকি অংশ না শুনলে নিজেদের মতো করেই উত্তর দেবেন। বিদ্যুৎ যেতেই পারে বা অন্য অনেক সমস্যা হতে পারে। এটা নিয়ে কঠিন করার কিছু নেই। আল্লাহ আমাদের সবকিছুই সহজ করে দিয়েছেন।