আপনার জিজ্ঞাসা
আমরা খাওয়ার আগে কি শুধু বিসমিল্লাহ বলব?
নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ৩১৩৩তম পর্বে এমএ তাহের জানতে চেয়েছেন, আমরা খাওয়ার আগে শুধু বিসমিল্লাহ বলব? অনুলিখন করেছেন মোহাম্মদ সাইফ আহমেদ।
প্রশ্ন : আমরা খাওয়ার আগে শুধু বিসমিল্লাহ বলব? নাকি বিসমিল্লাহির রাহমানির রাহীম পুরোটা বলতে হবে?
উত্তর : ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। খুবই সুন্দর প্রশ্ন করেছেন। কোনো কিছু খাওয়ার আগে কিংবা কোনো কাজের শুরুতে বিসমিল্লাহ বলতে হয়। বিসমিল্লাহির রাহমানির রাহীম—পুরোটা বলতে হয় না। বিসমিল্লাহির রাহমানির রাহীম—কে বলা হয় বাসমালা। এটা শুধু কোরআন শরিফ পড়া কিংবা কোনো কোরআনের কোনো সুরার মধ্যে পড়বেন। অথবা কোনো মানুষ যখন নতুন কিছু করেন তখন পড়বেন। আর বিসমিল্লাহকে বলা হয়—তাসমিয়া। এটি খাওয়ার আগে হবে। শুধু বিসমিল্লাহ হবে। এটা নিয়ে কোনো সন্দেহ নেই।