আপনার জিজ্ঞাসা
নতুন বাড়িতে ওঠার সময় মিলাদ পড়ানো কি জায়েজ?
নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ৩১৪২তম পর্বে রুমা জানতে চেয়েছেন, নতুন বাড়িতে ওঠার সময় মিলাদ পড়ানো কি জায়েজ? অনুলিখন করেছেন রেখা আক্তার।
প্রশ্ন : নতুন বাড়িতে ওঠার সময় মিলাদ পড়ানো কি জায়েজ? এটি আমাদের এলাকায় ব্যাপকভাবে প্রচলিত। এর মাধ্যমে কি বরকত ও কল্যান লাভ সম্ভব? নতুন বাড়িতে ওঠার সময় আমাদের আসলে কী করা উচিত?
উত্তর : ধন্যবাদ আপনাকে। গুরুত্বপূর্ণ বিষয়ে জানতে চেয়েছেন। আল্লাহ নতুন বাড়ি করার তৌফিক দিয়েছেন এর জন্য আল্লার কাছে সন্তুষ্টি প্রকাশ করবেন, দোয়া করবেন, শুকরিয়া আদায় করবেন। এটাই তো মূল কাজ হওয়া উচিত। কিন্তু আপনি সেখানে এলাকার প্রচলনের কথা বলেছেন। যা হলো, নতুন বাড়িতে ওঠার আগে মিলাদ পড়ানো। এটি একটি বিদআতি কাজ। আমাদের সমাজ এমন অবস্থায় গিয়েছে এখন সুন্নাহের চেয়ে বেদআত বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। মানুষ কবে বুঝবে জানি না। এইগুলা বিচেনার বিষয়। ভাবতে হবে, যে মিলাদ পড়ানোর কথা কি কোথায় লিখা আছে? কোরআনে কোথাও আছে? নেই তো। তাহলে কেন করা হবে এসব? এসব ইসলাম পরিপন্থি কাজ। এসব করলে গুনাহ হবে। এইগুলো হারাম। এসব বিভ্রান্তি। এসব করলে আল্লাহ বরকত তো দেবেনই না। বরং অনেক গুনাহ হবে। এসব প্রচলন থেকে বেরিয়ে আসা উচিত।