আপনার জিজ্ঞাসা
হজের সব নিয়ম জানার জন্য কী পড়ব?
নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ৩১৪২তম পর্বে মোস্তাক আহমেদ জানতে চেয়েছেন, হজের সব নিয়ম জানার জন্য কী পড়ব? অনুলিখন করেছেন রেখা আক্তার।
প্রশ্ন : হজের সব নিয়ম জানার জন্য কী পড়ব?
উত্তর : ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। হজের তো অনেকগুলো রইয়েছে। রাসুল (সা.) কীভাবে হজ করেছেন সে সম্পর্কে লিখেছেন প্রফেসর নুরুল ইসলাম। হজ নির্দেশিকা নিয়ে ড. শামছুল হক একটি বই লিখেছেন। এমন অনেক বই আছে এইগুলো সংগ্রহ করে পড়ার চেষ্টা করবেন। আপনি দেখতে হবে লেখক কে। লেখক যদি নির্ভরযোগ্য হন তাহলে তার বই পড়তে পারেন। তাতে সমস্যা নাই। আর লেখক যদি কোনো এজেন্ডাধারী হয় তাহলে তার বই পড়ার দরকার নেই। তাই বলব, দেখে শুনে কিনবেন ও অনুসরণ করবেন।