আপনার জিজ্ঞাসা
অতিরিক্ত ফল উৎপাদন হলে কি জাকাত দিতে হবে?
নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ৩১৪৫তম পর্বে বর্না আরেফিন জানতে চেয়েছেন, অতিরিক্ত ফল উৎপাদন হলে কি জাকাত দিতে হবে? অনুলিখন করেছেন সাইফ আহমেদ।
প্রশ্ন : আমি ফল চাষ করি। প্রতি সিজনে আমার অনেক ড্রাগন উৎপাদন হয়। আমার প্রশ্ন হলো, অতিরিক্ত ফল উৎপাদন হলে কি জাকাত দিতে হবে?
উত্তর : ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। নাহ, ফল উৎপাদনের জন্য আপনাকে জাকাত দিতে না। ফল উৎপাদনের কোনো প্রকার জাকাত নেই। তবে, আপনি যদি ফল ব্যবসায়ী হন, তখন আপনার ড্রাগন ফল বিক্রির পর যদি নেসাব পরিমান টাকা পান তখন ওই টাকার জাকাত আসবে। তাও সেই নেসাব পরিমান অর্থ যদি আপনার কাছে এক বছর থাকে তখন আপনার জাকাত দিতে হবে। আপনার ফল বিক্রির টাকার ওপর আসবে জাকাত। আপনার ফলের ওপর কোনো জাকাত আসবে না। এইগুলো পঁচনশীল জিনিস এসবের জাকাত। যেসব—গুদামজাত জিনিস, অনেকদিন রাখা যায় সেসবে জাকাত আসে।