আপনার জিজ্ঞাসা
আরবের পরদিন বাংলাদেশে ঈদ হয় কেন?
নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ৩১৪৫তম পর্বে মাঞ্জুরা জানতে চেয়েছেন, আরবের পরদিন বাংলাদেশে ঈদ হয় কেন? অনুলিখন করেছেন রেখা আক্তার।
প্রশ্ন : আরবের পরদিন বাংলাদেশে ঈদ হয় কেন? এমন তো নয় যে বাংলাদেশ ও আরবের সময়ের ব্যবধান ২৪ ঘণ্টা। তাহলে কেন একদিন পর হয় বাংলাদেশে?
উত্তর : ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। বাংলাদেশের ঈদ আরবের ঈদের পর দিন হয়। আপনি ঠিক বলেছেন। এটা এই অঞ্চলের যে ভৌগলিক অবস্থা তাতে আমরা একদিন পরই চাঁদ দেখি। আপনি খেয়াল রাখবেন, আপনি যে সময়ের কথা বলেছেন সেটা সূর্যকে কেন্দ্র করে বলছেন। আর ঈদ করা হয় চাঁদ দেখে। চাঁদের গবেষণা সূর্য দিয়ে হবে না। আমাদের চেয়ে ১৫ থেকে ১৮ ঘণ্টা আগে আরব দেশ চাঁদ দেখে। তাই তাদের একদিন ঈদ হয়। সময়টা আমরা সূর্য-এর ওপর ভিত্তি করে থাকি। আর ঈদ করি চাঁদের ওপর ভিত্তি করে। তাই বুঝতে হবে। এখানে দুটির মধ্যে বিশাল পার্থক্য। এটি সম্পূর্ণ ভৌগলিক কারণে হয়। এটা নিয়ে কোনো সন্দেহ নেই। সমস্ত পৃথিবীতে এক সঙ্গে চাঁদ দেখা যাবে না। এটাই প্রকৃতির নিয়ম।