এতিম ছেলের দায়িত্ব নিলে কত বছর পর্যন্ত পালন করতে হয়?
নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ৩১৪৫তম পর্বে আয়শা জানতে চেয়েছেন, এতিম ছেলের দায়িত্ব নিলে কত বছর পর্যন্ত পালন করতে হয়? অনুলিখন করেছেন রেখা আক্তার।
প্রশ্ন : একজন এতিম ছেলের দায়িত্ব নিলে কত বছর পর্যন্ত পালন করতে হয়?
উত্তর : ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন। তবে, এর আগে আপনাকে জানতে হবে এতিম কাকে বলে! এরপর এতিম ছেলের দায়িত্ব কত বছর পালন করবেন সেটা সম্পর্কে জানবেন। এতিম হলো সে, যার পিতা মারা গেছে কিন্তু সে এখন্ও প্রাপ্তবয়স্ক নয়। কিন্তু যার পিতা মারা গেছে কিন্তু সে প্রাপ্তবয়স্ক এবং সবল-ইনকাম করে তাহলে তাকে এতিম বলা যায় না। হুকুমের দিক থেকে তখন তিনি এতিম থাকে না। এবার আসি উত্তরে। একজন অপ্রাপ্তবয়স্ক শিশু যদি এতিম হয় তার প্রাপ্ত বয়স্ক হ্ওয়া পর্যন্ত দায়িত্ব নিতে হয়। এটা কোনো আলেমগন ১৫ বছর পর্যন্ত বলেছেন। আবার কোনো অঞ্চলে ১০ বছর পর্যন্ত দায়িত্ব নিতে হয়। মোট কথা সেই ছেলেটি বালেগ হয়ে গেলেই হবে। তবে, এর বেশিও চাইলে নিতে পারেন। যদি দেখেন আপনার কারণে তার কল্যান হচ্ছে তখন আরও বেশি বছর পালন করতে পারেন। এটা তখন অবশ্যই উত্তম কাজ।