আপনার জিজ্ঞাসা
বিসমিল্লাহ বলে খাবার খেলে কি হজম হয়ে যায়?
নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ৩১৪৬তম পর্বে গাজীপুর থেকে একজন জানতে চেয়েছেন, বিসমিল্লাহ বলে খাবার খেলে কি হজম হয়ে যায়?অনুলিখন করেছেন মোহাম্মদ সাইফ আহমেদ।
প্রশ্ন : বিসমিল্লাহ বলে খাবার খেলে কি হজম হয়ে যায়? এক অনুষ্ঠানে আমি খাবার খাওয়ার সময় দেখলাম খাবার নষ্ট। তখন একজন বলছেন, বিসমিল্লাহ বলে খেলে নাকি বিষও হজম হয়ে যাবে।
উত্তর : ধন্যবাদ প্রশ্নটির জন্য। বিসমিল্লাহ বলে খেলে খাবার হজম হয়ে যায়—এমন কথার কোনো ভিত্তি নেই। যিনি বলেছেন তিনি নিজেও হয়তো জানেন না। তিনি কারো থেকে শুনে বলেছেন। সঠিক তথ্য তিনি জানেন না। আন্দাজে, আবেগের কথা বলেছেন। এসব সমস্ত আবেগের কথা বার্তা ইসলামের মূল চেতনাকে আঘাত করে। যিনি বলেছেন, বিসমিল্লাহ বলে বিষ খেলেও হজম হয়ে যায়। তাকে বলেন খেয়ে প্রমাণ করতে বলুন। এসব কোনো কথাই ইসলামে নেই। মনগড়া একটি বক্তব্য ছাড়া এটি কিছুই নয়। রাসুল (সা.) খাবারের শুরুতে বিসমিল্লাহ পড়তে বলেছেন। তাহলে খাবারে শয়তান অংশগ্রহণ করতে পারবে না। এ ছাড়া বিসমিল্লাহ বলে খেলে খাবারে আল্লাহ বরকত দেন। এটা ছাড়া বাকিসব কথা বানানো এবং কুসংস্কার।