আপনার জিজ্ঞাসা
কিরাতে ভুল হলে কি নামাজ হবে?
নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ৩১৪৬তম পর্বে গাজীপুর থেকে একজন জানতে চেয়েছেন, সালাত চলাকালীন কিরাত ভুল হলে কি নামাজ হবে? অনুলিখন করেছেন রেখা আক্তার।
প্রশ্ন : সালাত চলাকালীন কিরাত ভুল হলে কি নামাজ হবে ? যদি হয় তাহলে কি নামাজে সাহু সিজদা দিতে হবে?
উত্তর : ধন্যবাদ প্রশ্নটির জন্য। আপনার নামাজ হয়ে যাবে। আর সালাতের সাহু সিজদাও দিতে হবে না। আর শুধু কিরাত ভুল হলে সাহু সিজদা দিতে হয় না। নামাজে তিনটি কারণে সাহু সিজদা দিতে হয়। সেগুলো জেনে নেওয়ার চেষ্টা করবেন। সিজদা সাহু শুধু কিরাতের কারণে দিতে হয় না। যদি কেউ জামাত চলাকালীন হয় তাহলে ঈমামের ভুল হলে ঈমাম সাহেবকে স্মরণ করিয়ে দিলেই হবে। এ ছাড়া সিজদা সাহু দিতে হবে না।