কবর জিয়ারত করলে মৃত ব্যক্তি কি বুঝতে পারেন?
নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ৩১৪৯তম পর্বে একজন জানতে চেয়েছেন, কবর জিয়ারত করলে মৃত ব্যক্তি কি বুঝতে পারেন? অনুলিখন করেছেন মোহাম্মদ সাইফ আহমেদ।
প্রশ্ন : কবর জিয়ারত করলে মৃত ব্যক্তি কি বুঝতে পারেন?
উত্তর : ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। মৃত ব্যক্তি বারজাখি হায়াতে থাকার কারণে দুনিয়ার সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। কবরের সঙ্গে দুনিয়ার কানেকশন পুরো বিচ্ছিন্ন। এটার নামই হলো বারজাখ। এখানে আড়াল করে রাখা হয়েছে। এর কারণে দুনিয়ার যা কিছু হচ্ছে তিনি তা বুঝতে পারবেন না। তবে, যখনই তার আমাল নামায় পরিবর্তন আসবে তখনই তার অবস্থার পরিবর্তন আসবে। মৃত ব্যক্তির জন্য তার পরিবার বা আত্মীয়দের দোয়া, দান-সদকা ইত্যাদি যখন করা হয় তখন তা মৃত ব্যক্তির আমলনামায় লেখা হয়। তখন তার গ্রেড উন্নায়ন হয়। ব্যক্তি তখন সেটা বুঝতে পারেন। তবে, কে এসে দোয়া করছে বা কে কবরের সামনে দিয়ে যাচ্ছে এসব বুঝতে পারে না। আল্লাহ যদি কোনো ব্যক্তিকে শোনাতে চান তাহলে ওই মৃত ব্যক্তি শুনতে পারবেন। আল্লাহর ইচ্ছা এটি। আল্লাহ কাকে শোনাবেন সেটা তিনি জানেন। আল্লাহ চাইলে অবশ্যই কবরে থাকা ব্যক্তি বুঝবেন।