মৃত ব্যক্তির জন্য ওয়ারিশরা কী কী আমল করবেন?
নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ৩১৪৯তম পর্বে একজন জানতে চেয়েছেন, মৃত ব্যক্তির জন্য তার ওয়ারিশরা কী কী আমল করবেন? অনুলিখন করেছেন রেখা আক্তার।
প্রশ্ন : মৃত ব্যক্তির জন্য তার ওয়ারিশরা কী কী আমল করবেন?
উত্তর : ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। এটি অনেক বড় ব্যাখ্যা। মৃত ব্যক্তির যারা ওয়ারিশ রয়েছেন তারা চাইলে অনেক আমল করতে পারেন। এর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ আমল হলো—মৃত ব্যক্তির জন্য দোয়া করা। বিশেষ করে দোয়া কবুলের সময় দোয়া করতে হবে। প্রতি নামাজের সময় মৃত ব্যক্তির নাম বলবেন, আল্লাহর কাছে দোয়া করবেন। দোয়াকে ছোট হিসেবে দেখবেন না। দোয়া অনেক গুরুত্বপূর্ণ বিষয়। দোয়া সাধারণ বিষয় নয়। দোয়া সবচেয়ে শক্তিশালী বিষয়। দোয়া হচ্ছে রবের সাথে বান্দার সম্পর্কের নাম। এ ছাড়া ছদকা করতে পারেন, দান-খয়রাত করতে পারেন, সদকায়ে জারিয়া করতে পারেন। যেমন—মাদরাসা করতে পারেন, রাস্তা করতে পারেন, দ্বিনি প্রতিষ্ঠান করতে পারেন, নলকূপ করতে পারেন, কোরআন মানুষকে বিতরণ করতে পারেন। স্থায়ীভাবে কারও অভাব দূর করতে পারেন। রাসুল (সা.) বলেছেন, মৃত ব্যক্তির জন্য সবচেয়ে উত্তম সদকা হলো পানির ব্যবস্থা করে দেওয়া। তার মানে যেসব এলাকায় বা বাড়িতে পানির ব্যবস্থা নেই সেখানে পানির ব্যবস্থা করে দেওয়া। এটা অনেক মর্যাদা। যদি কেউ মৃত ব্যক্তির পক্ষ থেকে করতে চান তাহলে এসব কাজ করবেন। এ ছাড়া মৃত ব্যক্তির পক্ষ থেকে হজ করা, ওমরাহ করা কিংবা এতিমকে দেখাশুনা করা। এমন অনেক কাজ আছে যা আপনার মৃত ব্যক্তির জন্য করতে পারেন।