আপনার জিজ্ঞাসা
ভালো থাকার জন্য কোন দোয়া করব?
নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ৩১৪৯তম পর্বে একজন জানতে চেয়েছেন, ভালো থাকার জন্য কোন দোয়া করব? অনুলিখন করেছেন মোহাম্মদ সাইফ আহমেদ।
প্রশ্ন : ভালো থাকার জন্য কোন দোয়া করব?
উত্তর : ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। যখন বান্দা ফজরের সালাত জামাতে আদায় করবেন এবং বিভিন্ন আজকারগুলো নিয়মিত পড়েন তাহলে তার সারাদিন ভালো যাবে। যেমন—ফজরের সালাত জামাতের পর পরে বিভিন্ন নামাজগুলো পড়তে পারেন। যেমন—সালাতুল দোহা বা সালাতুল ইশরাক এসব পড়তে পারেন। তাহলে তিনি দিনের নিরাপত্তা পাবেন। এই ইবাদতগুলো গুরুত্বপূর্ণ।