আপনার জিজ্ঞাসা
চারটির বেশি বিয়ে করা নিয়ে ইসলাম কী বলে?
নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ৩১৫৮ তম পর্বে একজন জানতে চেয়েছেন, চারের অধিক বিয়ে করা নিয়ে ইসলাম কী বলে? অনুলিখন করেছেন রেখা আক্তার।
প্রশ্ন : কিছুদিন আগে খবরে দেখলাম এক মুসলিম ভাই সাতটি বিয়ে করে সংসার করছে। এই সাতটি বিয়ে করার হুকুম কি? আমরা তো জানি, কোনো মুসলিম ভাই চারটি বিয়ে করতে পারেন।
উত্তর : ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। প্রথম কথা হচ্ছে, এই খবরের সত্যতা সম্পর্কে আমার জানা নেই। যদি কেউ এমন সাতটি বিয়ে করে থাকেন এবং এটাকে তিনি সত্য মনে করে থাকেন তাহলে তিনি কাফের হয়ে যাবেন। এ ছাড়া তার বিয়েগুলোও হারাম হয়ে যাবে। কারণ, ইসলাম অনুসারে সর্বোচ্চ চারটি বিয়ের অনুমোদন দিয়েছে। এর বেশি দেয়নি। যদি আপনার কথা অনুসারে ভাইটি সাতটি বিয়ে করেছেন তখন তিনি অবশ্যই আল্লাহর বিধান ভঙ্গ করেছেন। সেই সাথে তিনি কাফের হয়ে যাবেন। সবচেয়ে বড় প্রশ্ন হলো, যিনি সাতটি বিয়ে করেছেন তিনি সত্যিই কি মুসলিম কিনা? নাকি নামধারী মুসলিম? এটাই এখানে বড় প্রশ্ন। ইসলামের নামে এই কাজটি করে মুসলিমদের নামে একটি অপপ্রচার চালিয়েছেন তিনি। তাই বিষয়গুলো যাচাই-বাচাই করা উচিত। ইসলামের বিষয়গুলো বুঝা উচিত।