আপনার জিজ্ঞাসা
জান্নাতে জীবন-যাপন কেমন হবে?
নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ৩১৫৯ তম পর্বে একজন জানতে চেয়েছেন, জান্নাতে জীবন-যাপন কেমন হবে? অনুলিখন করেছেন রেখা আক্তার।
প্রশ্ন : জান্নাতে জীবন-যাপন কেমন হবে?
উত্তর : ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। প্রথম কথা হলো, জান্নাতে কোনো জিনিসের সীমাবদ্ধতা নেই। দুনিয়ার বিবেচনায় জান্নাতকে ভাবা মোটেই ঠিক নয়। কারণ, এখানে কোনো সীমা পরিসীমা কোনো কিছু নিয়েই আমাদের বলার ও প্রশ্ন করারও কোনো অধিকার আমাদের নেই। জান্নাতে জীবন-যাপন জান্নাতে কেমন হবে সেটাও কেউ বলতে পারবে না। তবে, যারা জান্নাতি হবেন তারা প্রতিটি মুহূর্তে যা চাইবে তাই পাবেন। এটা হচ্ছে সম্পূর্ণ স্থিরস্থায়ী জীবন। যেখানে মৃত্যুর কোনো শঙ্কা নেই। এ ছাড়া ভয়-ভীতি বলতে কিছু থাকবে না। চিন্তা-দুশ্চিন্তা বলতেও কিছু থাকবে না। এরপর আল্লাহ জান্নাতের সুখের অবস্থা নিয়ে বলেছেন, জান্নাতিরা বসে বসে সুন্দর সুন্দর বিভিন্ন দৃশ্য দেখবে। সবাই আরাম করবে। জান্নাতের নেয়ামত উপভোগ করবে। আল্লাহর নেয়ামতগুলো উপভোগ করবে। এটা শুধুই কোরআন আলোকের এটি শুধুমাত্র ধারণা। এটা ধারণারও বাইরে। জান্নাত এরচেয়ে বিশাল কিছু। জান্নাতের সঙ্গে কিছুর তুলনা হয়না। তাই জান্নাতে কি হবে এসব না ভেবে কীভাবে জান্নাতে যাওয়া যায় সেই চিন্তা করতে হবে। জান্নাতে যাওয়ার প্রস্তুতি কেমন হবে বা আমাদের কী করতে সেটাই ভাবতে হবে।