আপনার জিজ্ঞাসা
বিয়ের জন্য ঘটককে পাত্রীর ছবি দেওয়া কি জায়েজ?
নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ৩১৫৬০ তম পর্বে একজন জানতে চেয়েছেন, বিয়ের জন্য ঘটককে পাত্রীর ছবি দেওয়া কি জায়েজ? অনুলিখন করেছেন রেখা আক্তার।
প্রশ্ন : বিয়ের জন্য ঘটককে পাত্রীর ছবি দেওয়া কি জায়েজ?
উত্তর : ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। নাহ ঘটককে পাত্রীর ছবি দিতে পারবেন না। এটা জায়েজ নেই। পাত্রীর ছবি শুধুমাত্র পাত্রকে দিতে পারবেন। বর্তমানে এগুলো নিয়ে ব্যাপকভাবে চর্চা হয়। দেখা যায়—একজন ঘটক অনেক মেয়ের ছবি নিয়ে ঘুরছেন। সবাইকে দেখাচ্ছেন কার কেমন লাগবে। এইগুলো একমদই উচিত নয়। বিয়েটাকে এখন মানুষ কেনাবেচার দিকে নিয়ে গেছে। এইগুলা মর্যাদাহানিকর। এসব একেবারে জায়েজ না। ইসলাম এভাবে বলেনি। যারা এসব কাজ করেন তাদেরও উচিত ইসলাম বুঝা। ঘটকদের বায়োডাটা, ডিটেলস দিতে পারেন। এরপর যখন ফাইনাল হবে তখন যিনি বিয়ে করবেন তাকে ছবি দেখানো যেতে পারে।