জুমার সালাতের সঠিক সময় নিয়ে ইসলাম কী বলে?
নামাজ, রোজা, জাকাত, হজ, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন বিশিষ্ট আলেম ড. মোহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ৬৯৫তম পর্বে টেলিফোনের মাধ্যমে পঞ্চগড় থেকে মোহাম্মদ মিজানুর রহমান রাজু জানতে চেয়েছেন, জুমার সালাতের সঠিক সময় নিয়ে ইসলাম কী বলে? অনুলিখন করেছেন মোহাম্মদ সাইফ আহমেদ।
প্রশ্ন : জুমার সালাতের সঠিক সময় নিয়ে ইসলাম কী বলে?
উত্তর : ধন্যবাদ আপনাকে। জুমার সালাতের অবশ্যই নির্দিষ্ট সময় রয়েছে। জুমার সালাতের উত্তম সময় হচ্ছে, সূর্য হেলে যাওয়ার পর থেকে। এই সময় পড়ে নেওয়া উত্তম। প্রয়োজনের তাগিদে কিছুটা দেরি করতে পারবেন। কিন্তু বয়ানের কারণে যদি দেরি করেন, সেটা বেদআত। সুতরাং এই বেদআতের কারণে কেউ যদি দেরি করে থাকেন, তাহলে তাঁর সালাত সঠিক সময়ে না পড়ার কারণে তিনি ফজিলত পাবেন না। জুমার নামাজের আগে খুতবা দেওয়া যায়। কিন্তু বয়ান দেওয়ার কোনো কারণ নেই। এখানে যে কোনো ধরনের বয়ান বেদআত। এসব বেদআত হারাম।