আপনার জিজ্ঞাসা
না জেনে শিরক করে মারা গেলে কী পরিণতি হবে?
নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ৩১৫৬০ তম পর্বে একজন জানতে চেয়েছেন, না জেনে শিরক করে মারা গেলে কী হবে? অনুলিখন করেছেন রেখা আক্তার।
প্রশ্ন : না জেনে শিরক করে মারা গেলে কী হবে?
উত্তর : ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। যার শিরক সম্পর্কে জ্ঞান নেই, একেবারেই কিছু জানে না এই অবস্থায় তার মৃত্যু হলে তার শিরক হবে না সেটা কবিরাহ গুনাহ হবে। কবিরাহ গুনাহগারি ব্যক্তির যে শাস্তি হয়ত সেই শাস্তি। আল্লাহর ইচ্ছা এটি। আল্লাহ যদি চান তাকে শাস্তি দেবেন, আবার যদি না চান দেবেন না। এটা একান্তই আল্লাহ জানেন। তবে, শিরক তো স্পষ্ট জিনিস। শিরক না জানার কোনো কারণ নেই। যেমন, কবরে সিজদা দেওয়া, ঈমামের পায়ে সিজদা দিয়েছেন, আল্লাহর হক নষ্ট করেছেন এসব কি আসলেই কারো না জানার বিষয়? এসব তো স্পষ্ট। শিরক তো সবার জানার কথা। এখন ওই ব্যক্তির না জানার ব্যাপারটি কতটা গ্রহণযোগ্য হবে কিনা সেটা আল্লাহ ভালো জানেন।