আপনার জিজ্ঞাসা
রাসুল (সা.) এর নাম শুনলে দুরুদ পড়া সুন্নাহ—কথাটি সঠিক?
নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ৩১৫০ তম পর্বে একজন জানতে চেয়েছেন, রাসুল (সা.) এর নাম শুনলে দুরুদ পড়া সুন্নাহ—কথাটি সঠিক? অনুলিখন করেছেন রেখা আক্তার।
প্রশ্ন : রাসুল (সা.) এর নাম শুনলে দুরুদ পড়া সুন্নাহ—কথাটি সঠিক? এ ছাড়া জীবনে একবার হলেও দুরুদ পড়তে হয়? এটা নাকি ফরজ?
উত্তর : ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। প্রথম কথা হচ্ছে, জীবনে একবার রাসুল (সা.) এর নাম শুনে দুরুদ পড়া ফরজ। এই কথাটি সঠিক নয়। কারণ, একবার কীভাবে পড়বেন? আপনার তো প্রতি ওয়াক্ত নামাজেই দুরুদ পড়তে হবে। এটা তো প্রতিবারই ফরজ আমাদের জন্য। দুরুদ অবশ্যই পড়তে হবে। পাঁচ ওয়াক্ত নামাজে পাঁচবার তো পড়বেনই নফল নামাজেও তো পড়বেন। তাহলে এববারের প্রশ্ন আসবে কেন? দুরুদ তো নিয়মিত আমাদের ওপর ফরজ। এটা নিয়ে কোনো সন্দেহ নেই। আর কোনো মজলিশে রাসুল (সা.) নাম আসলে একবার পড়লে হবে কি না এটার উত্তরে বলব–না, একবার না যতবার আসবে ততবারই পড়বেন। এটাই নিয়ম।