আপনার জিজ্ঞাসা
দোয়া কি সবসময় হাত তুলেই করতে হয়?
নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ৩১৬২তম পর্বে একজন জানতে চেয়েছেন, দোয়া কি সবসময় হাত তুলেই করতে হয়? অনুলিখন করেছেন রেখা আক্তার।
প্রশ্ন : দোয়া কি সবসময় হাত তুলেই করতে হয়? চলতি পথে সাধারণ অবস্থায় আল্লাহর কাছে চাইলে সেটা দোয়া হবে কি না?
উত্তর : ধন্যবাদ আপনাকে। দোয়ার জন্য শর্ত নয় যে সবসময় হাত তুলে করতেই হবে। তবে দোয়ার আদব রয়েছে। যে সমস্ত ক্ষেত্রে রাসুল (সা.) হাত তুলে দোয়া করেছেন সেগুলোর সময় অবশ্যই হাত তুলে দোয়া করাটা সুন্নাহ। যে সমস্ত ক্ষেত্রে রাসুল (সা.) হাত তুলে দোয়া করেননি সে সমস্ত ক্ষেত্রে হাত তোলার ব্যাপারটা সুন্নাহ নয়। এই দুটি ব্যাপার ছাড়া এমনেই যখন বান্দা দোয়া করবে তখন বান্দারা হাত তুলে দোয়া করবেন। কারণ, দোয়া কবুলের সঙ্গে হাত তোলার সম্পর্ক রয়েছে। রাসুল (সা.) এ ক্ষেত্রে বলেছেন, বান্দা হাত তুলে দোয়া করছেন এবং সেই হাত আল্লাহ শূন্যভাবে ফিরত দিতে লজ্জাবোধ করেন। আল্লাহ মহান। তাই দোয়া কবুলের সঙ্গে হাত তোলার বিষয়টি জড়িত। এটাই দোয়ার আদব। বাকি সাধারণ দোয়া পড়তে আপনি চলতে-ফিরতে-শুয়ে দোয়া ও জিকির করতে পারবেন। এ নিয়ে কোনো সন্দেহ নেই।