সুদ ভিত্তিক সমিতিতে কি চাকরি করা যাবে?
নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন বিশিষ্ট ড. মোহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ৩১৬২তম পর্বে টেলিফোনের মাধ্যমে একজন জানতে চেয়েছেন, সুদ ভিত্তিক সমিতিতে কি চাকরি করা যাবে? অনুলিখন করেছেন রেখা আক্তার।
প্রশ্ন : ব্যাংকের সুদ খাওয়া কি জায়েজ? ইসলামি ব্যাংক কিংবা সুদ ভিত্তিক সমিতিতে কি চাকরি করা যাবে?
উত্তর : ধন্যবাদ প্রশ্নটির জন্য। সুদ ইসলামে হারাম। আর আপনি জিজ্ঞাসা করেছেন জানি না। ইসলামে সুদ বিষয়টিই হারাম। তাহলে এই প্রশ্নটাই আসা অমূলক। আল্লাহ রাব্বুল আল আমিন, সুদকে হারাম ও ব্যবসাকে হালাল করেছেন। আল্লাহ বলেছেন, ঈমানদারগণ তোমরা সুদ খাবে না। তো প্রশ্নকারী যদি ঈমানদার হন তাহলে এই প্রশ্নই মনে আসা উচিত নয়। কারণ, এই বিষয়টি সবাই জানে যে সুদ হারাম। সেখানে চাকরি তা অনেক দূরের ব্যাপার। যেখানে সুদের কারবার হয়ে থাকে এই ধরনের সমিতিতে চাকরি করাও জায়েজ নেই। এটাই স্পষ্ট বক্তব্য।