আপনার জিজ্ঞাসা
তাসবিহর ছড়া দিয়ে পড়া কি সুন্নাহ?
নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন বিশিষ্ট ড. মোহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ৩১৬২তম পর্বে টেলিফোনের মাধ্যমে একজন জানতে চেয়েছেন, তাসবিহর ছড়া দিয়ে পড়া কি সুন্নাহ? অনুলিখন করেছেন মোহাম্মদ সাইফ আহমেদ।
প্রশ্ন : তাসবিহর ছড়া দিয়ে পড়া কি সুন্নাহ?
উত্তর : তাসবিহ পড়া বলতে দানা দিয়ে যেটা তৈরি করা হয়ে থাকে সেটাকে বোঝানো হয়েছে। এই তাসবিহ গোনাহ সুন্নাহ সম্মত নয়। এটি বেতআত। আলেমরা এটিকে বেদআত হিসেবেই বলেছেন। এটাই বিশুদ্ধ বক্তব্য। গুনতে হলে আপনার হাতের করে গুনবেন। গুনার পদ্ধতি রয়েছে, হাদিস রয়েছে। কেয়ামতের দিন হাতের কর কথা বলবে। তাই হাতের করে গোনাটাই উত্তম।