আপনার জিজ্ঞাসা
অজুতে ভুল হয়ে গেলে কী করণীয়?
নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার একটি পর্বে একজন জানতে চেয়েছেন, অজুতে ভুল হয়ে গেলে কী করণীয়? অনুলিখন করেছেন রেখা আক্তার।
প্রশ্ন : অজুতে ভুল হয়ে গেলে কী করণীয়? অনেক সময় অজু শেষ হওয়ার পর কিংবা নামাজে দাঁড়ানোর পর মনে হয় অজুতে ভুল হয়েছে।
উত্তর : ধন্যবাদ আপনাকে। আপনি বলেছেন, অজু শেষ হওয়ার পর কিংবা নামাজে দাঁড়ানোর পর মনে হয় অজুতে ভুল হয়েছে। এটি সম্পূর্ণ, শয়তানের ওয়াসওয়াসা। যখন অজু শেষ হয়ে যাবে তখন এসব ওয়াসওয়াসা হয়। যদি নামাজ শেষ হয়ে যাওয়ার পর এমন ওয়াসওয়াসা হলে সম্পূর্ণ রূপে ইগনোর করবেন। মানে, তখন এটাকে একদম প্রত্যাখান করবো। ওয়াসওয়াসাকে প্রত্যাখান করাই আমাদের জন্য ওয়াজিব। কিন্তু যদি কেউ শিউর থাকেন যে, আপনি সত্যিই ভুল করেছেন তাহলে আপনাকে অবশ্যই অজু করতে হবে আবার। কিন্তু শুধু হলে তা উপেক্ষা করবেন।