আপনার জিজ্ঞাসা
কবর জিয়ারত কীভাবে করতে হয়?
নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ৩১৬৫তম পর্বে একজন জানতে চেয়েছেন, কবর জিয়ারত কীভাবে করতে হয়? অনুলিখন করেছেন রেখা আক্তার।
প্রশ্ন : কবর জিয়ারত কীভাবে করতে হয়? কোন কোন সুরা পড়া সহীহ? সুরা ইয়াসিন পড়লে কি কবরের আজাব মাফ হয়?
উত্তর : ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। কবর জিয়ারত হচ্ছে কবর যেখানে আছে সেখানে গিয়ে উপস্থিত হওয়া। এটাই মূলত কবর জিয়ারত। কবরের সামনে দিয়ে গেলেই সেটা কবর জিয়ারত। যেমন—আপনি সেখানে গেলেন গিয়ে অনুভব করলেন আপনার আত্মীয় বা মা-বাবা সেখানে আছে সেই যে উপলব্ধি এটাই হলো জিয়ারত। এরপর আপনি গিয়ে কবরের সালাম দিবেন। যেটা সুন্নাহ। এর অতিরিক্ত যে দোয়া সেটা আপনি যে কোনো দোয়া করতে পারেন। সেটা জায়েজ। এটি আপনি করতে হবে। তবে, কবরের সামনে গিয়ে কোরআন মাজিদ তেলওয়াত করা সহীহ কি না সেটা নিয়ে আলেমদের দ্বিমত রয়েছে। এইগুলো রাসুল (সা.) এর কোনো আমল দ্বারা প্রমাণিত হয়নি। সুরা ইয়াসিন পড়বেন কিংবা সুরা মুলক পড়বেন কিংবা সুরা এখলাস পড়বেন এইগুলো কোনোটাই হাদিস দ্বারা প্রমাণিত হয়নি। মূলত কবরের কাছে গিয়ে সালাম দিয়ে আপনার যেই উপলব্ধি সেটাই হলো কবর জিয়ারত।