আপনার জিজ্ঞাসা
শবে বরাতে কবরের কাছে দোয়া করা যাবে কি?
নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার একটি পর্বে একজন জানতে চেয়েছেন, শবে বরাত উপলক্ষ্যে কবরের কাছে গিয়ে দোয়া করা যাবে কি? অনুলিখন করেছেন রেখা আক্তার।
প্রশ্ন : শবে বরাত উপলক্ষ্যে কবরের কাছে গিয়ে দোয়া করা যাবে কি?
উত্তর : আপনি যে কোনো সময় গিয়ে কবরের কাছে দোয়া করতে পারেন। এতে সমস্যা নেই। কিন্তু শবে বরাত উপলক্ষ্য হবে কেন? শবে বরাত উপলক্ষ্যে বলতে তো কিছু নেই। এই রাতকে নির্দিষ্ট করে তো কিছু নেই। এখানে শবে বরাত উপলক্ষ্যে কবরের কাছে যাওয়া জায়েজ নেই, দোয়া করাও জায়েজ নেই। এর কোনো দোয়া বা বিধান কোনোটাই নেই। আপনি যে কোনো সমস্যা যেতেন পারেন, দোয়া করতে পারেন। কিন্তু এর জন্য নির্দিষ্ট কোনো দিবস নেই। ইবাদত আমরা আবিষ্কার করতে পারি না। ইবাদত আমি বা আপনি নির্ধারণ করতে পারব না। এটি আল্লাহ এবং রাসুল (সা.) সঙ্গে সম্পৃক্ত। নতুন করে কিছু করতে গেলে আমরা বরং পথভ্রষ্ট হবো। তাই এসব পরিহার করাই উত্তম।