আপনার জিজ্ঞাসা
ঘরোয়াভাবে জন্মদিন পালন করা কি জায়েজ?
নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন বিশিষ্ট ড. মোহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার একটি পর্বে টেলিফোনের মাধ্যমে একজন জানতে চেয়েছেন, ঘরোয়াভাবে জন্মদিন পালন করা কি জায়েজ? অনুলিখন করেছেন মোহাম্মদ সাইফ আহমেদ।
প্রশ্ন : জন্মদিন-বিবাহবার্ষিকী পালন করা নিয়ে ইসলাম কী বলে? ঘরোয়াভাবে পালন করা কি জায়েজ?
উত্তর : কোরআন এবং হাদিসের দিকে যদি আমরা যাই, তাহলে বলব কোনো দিবসকেই ইসলাম অনুমোদন দেয়না। ইসলামের সঙ্গে এটা মানানসই নয়। রাসুল (সা.) একটি হাদিস দ্বারা দিবস পালন নিষিদ্ধ করেছেন। তাই ঘরোয়াভাবে হোক কিংবা উদযাপন এসব কোনোটাই বৈধ নয়। যদি অন্য কোনো সংস্কৃতি থেকে আপনি এটি গ্রহণ করেন তাহলে আপনি ইসলাম থেকেই খারিজ হয়ে যাবে। তখন কুফরি হবে। এটা এমন হতে পারে, ইসলামের মাধ্যমে নতুন কোনো বিষয় যুক্ত করা। যেটি বেদআত। সেটাও জায়েজ নয়। এইগুলো হারাম। এইগুলো করা উচিত নয়।