আপনার জিজ্ঞাসা
পাপ থেকে দূরে সরলে সালাত কি কবুল হবে?
নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ৩১৭২তম পর্বে একজন জানতে চেয়েছেন, পাপ থেকে দূরে সরলে সালাত কি কবুল হবে? অনুলিখন করেছেন রেখা আক্তার।
প্রশ্ন : পাপ থেকে দূরে সরার চেষ্টা করছি, সালাত কি কবুল হয়?
উত্তর : ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। এর জন্য প্রথম কথা হলো, আপনার সালাত কবুল হওয়ার বিষয়টি আপনি নিজেই বুঝতে পারবেন। আপনি যখন দেখবেন, নিয়মিত সালাত পড়ছেন, সালাতের মনোযোগ ঠিক আছে এবং আল্লাহ আপনাকে নিয়মিত সালাত আদায়ের নসিব দিচ্ছেন। তাহলে বুঝবেন আপনার সালাত কবুল হচ্ছে। আর সালাত আস্তে আস্তে আপনাকে অপরাধ ও পাপ থেকে বিরত রাখবে। এটা আস্তে আস্তে হবে। এটি এমন নয় যে, একবার সালাত পড়লেই হবে। আস্তে আস্তে সালাত আপনাকে পাপ থেকে দূরে সরাবে। আর কবুলের বিষয়টি নিয়ে ভাববেন না। আপনার চেষ্টা হলো, সালাত নিয়মিত পড়া। কবুল করার মালিক আল্লাহ। আপনি আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে সালাত আদায় করুন। এটা আপনি নিশ্চিত করতে পারলে আপনার সালাত হয়ে যাবে। কোনো রকম দ্বিধা মনে রাখবেন না। এটা আল্লাহর হাতে। আপনি শুধু নিজের কাজটা করে যান।