আপনার জিজ্ঞাসা
গোসলের পর সালাতের জন্য নতুন করে অজু করতে হবে?
নামাজ, রোজা, জাকাত, হজ, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মোহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ৩০৭৪তম পর্বে টেলিফোনের মাধ্যমে নাজমুল হুদা জানতে চেয়েছেন, গোসলের পর সালাতের জন্য নতুন করে অজু করতে হবে? অনুলিখন করেছেন রেখা আক্তার।
প্রশ্ন : গোসলের পর নামাজ পড়া যাবে ? নাকি আবার অজু করতে হবে?
উত্তর : ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আপনি গোসলের পুরো ব্যাখ্যা দেননি। আপনি যদি গোসল সঠিকভাবে করেন মানে সব তাহারাত মেনে পবিত্র হন তাহলে আর নতুন করে অজু করতে হবে না। এই শর্তগুলো বুঝতে হবে। গোসল যদি সুন্নাহ অনুসারে হয় এবং নিয়তও যুক্ত থাকে তাহলে আর নতুন করে অজু করতে হবে না। আর আপনি যদি নিয়ম মেনে না করেন, তাহারাত পূর্ণ না হয় তাহলে আবার অজু করতে হবে। এটাই বিশুদ্ধ বক্তব্য। কারণ, বর্তমান সময়ে অনেকেই তাহারাত মেনে গোসল করেন না। নিয়ত করেন না। তাই এসব ব্যাপার বুঝতে হবে। আশাকরি বুঝতে পেরেছেন।